রামায়ণ মহাভারত থেকে জানা যায় দেবরাজ ইন্দ্র সহ সব দেবতারাই মানবিক দোষে দোষী ছিলেন। পরস্ত্রীকাতরতা, স্বজনপ্রীতি এসব কিছুই তাদের অজ্ঞাত ছিল না। বারাক ওবামা আমেরিকাকে এক্সক্লুসিভ বলে দাবি করলেও ক্লিন্টন, বাইডেনরা বারবার প্রমাণ করেছেন তারা অনেক ব্যাপারেই আমাদের মত দেশের সাথে ইনক্লুসিভ। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি এসব কিছুই তাদেরও বড়ই আপন। প্রতিপক্ষের প্রতি তারাও আমাদের মত নীতিহীন। বাবা প্রেসিডেন্ট হলেও বাবা আর ক্ষমা পরম ধর্ম। খুব কম শিকারই ক্ষমার যোগ্য, ক্ষমা পায় শিকারীরা। হান্টার ব্যতিক্রম নয়।
মস্কো, ০২ ডিসেম্বর ২০২৪
No comments:
Post a Comment