আমাদের প্রধান উপদেষ্টা উদ্যোগের কথা বলেন, চাকরি প্রত্যাশী নয় বরং উদ্যোক্তা হয়ে চাকরির ক্ষেত্র সৃষ্টির কথা বলেন। আমাদের দেশে প্রধান উদ্যোক্তা কে? কৃষক। কিন্তু তারা এতে কী পায়? ঋণের বোঝা। আমাদের আরও উদ্যোক্তা কে? রিক্সা চালক। তারা চাকরির আশায় বসে না থেকে সাধারণ মানুষ যাতে অপেক্ষাকৃত কম পয়সার কর্মস্থলে পৌঁছুতে পারে সেই ব্যবস্থা করে। কিন্তু তারাও তাদের উদ্যোগের পুরস্কার পায় না, বরং প্রায়ই তাদের কর্ম সংস্থান হুমকির মুখে পড়ে। মানুষের জন্য যেমন চাকরির ক্ষেত্র সৃষ্টি করতে হয় উদ্যোক্তাদের উদ্যোগকে সামনে নিয়ে যাবার জন্য তেমনি পরিবেশ সৃষ্টি করতে হয়। সমাজের এই চাকা যাতে ঠিক মত ঘোরে তার জন্য প্রতিটি অংশ সচল রাখতে হয়। সমস্যা হল সেটা আজ সবার জন্য সমান ভাবে ঘুরছে না। আর তাই সবাই আজ সমন্বয়ক বা বিপ্লবী হতে চাইছে। কারণ এখন একমাত্র এসব উদ্যোগই অর্থায়ন করা যাচ্ছে। কিন্তু সবাই যদি বিপ্লবী হয়, সবাই যদি উদ্যোগী হয় তাহলে ভোগ করবে কে আর ভোগ না করলে চাকা ঘুরবে কীভাবে?
দুবনা, ০৬ ডিসেম্বর ২০২৪
No comments:
Post a Comment