Sunday, December 22, 2024

আত্মপক্ষ

চোরও অন্যের চুরি করাকে ঘৃণার চোখে দেখে, অন্য চোরের শাস্তি দাবি করে। কিন্তু তাই বলে নিজেরা চুরি বন্ধ করে না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা অনেকটা এই রকম। অন্য দলের স্বৈরাচার, ঘুষ, দুর্নীতির নিন্দা করলেও নিজ দলের স্বৈরাচার, ঘুষ, দুর্নীতিকে সব দলই আইন বলে মনে করে। ও কুকুরের বাচ্চা বটে তবে আমাদের কুকুরের বাচ্চা। একই থিওরি এখানে - এসব অন্যায় বটে তবে আমাদের অন্যায়। আর আমরা যেহেতু রাজা তাই আমরা যা করি সেটাই আইন, তবে আমাদের জন্য, আর জনতার জন্য সেটাই আইন যা আমরা বলি। 

মস্কো, ২৩ ডিসেম্বর ২০২৪

No comments:

Post a Comment