হাড্ডিও আজকাল অনুভূতি প্রবণ হয়ে উঠেছে। বার্ধক্যের পূর্বাভাস মনে হয়। আজ -১৩ মাত্র। কিন্তু এতেই হাড্ডি হাড্ডাহাড্ডি লড়াই করল আমার সাথে বাইরে যাবে না বলে গোঁ ধরে। তবে আমিও কম স্বৈরাচারী নই। হাড্ডি আমার, সুতরাং ইচ্ছাও আমার। কর্তার ইচ্ছায় কর্ম। হাড্ডি তুমি যতই না চাও বাইরে তোমায় যেতেই হবে।
দুবনা, ১৮ ডিসেম্বর ২০২৪
No comments:
Post a Comment