দুবনা, ১১ ডিসেম্বর ২০২৪
Wednesday, December 11, 2024
দেশ
পৃথিবীর সব দেশেই বিভিন্ন মতাবলম্বী মানুষ থাকে। তারা রাজনৈতিক দল গঠন করে দেশ চালনায় নিজেদের চিন্তা ভাবনা বাস্তবায়ন করার চেষ্টা করে। এজন্যে সবাই যে সরকার গঠন করে বা করতে পারে তা নয়, বাইরে থেকেও তারা দেশের রাজনৈতিক, সামাজিক জীবনে অংশগ্রহণ করে। এর প্রধান কারণ তারা জানে দেশ একান্নবর্তী পরিবার নয় যে চাইলেই পুরানো বাড়ি ভাগ করে আলাদা ভাবে নতুন নতুন জীবন শুরু করা যায়। দেশ হল মা - সবাই মিলে যার দেখভাল করা যায়, যত্ন করা যায় কিন্তু ভাগ করা যায় না। ১৯৪৭ সালে আমরা সেটাই করেছি। বর্তমান বাংলাদেশের অবস্থা ঠিক তেমন না হলেও অনেকটা কাছাকাছি। এখানে কেউ ভিন্ন হতে চায় না, তবে ক্ষমতাসীনরা সব সময়ই ক্ষমতার বাইরে থাকা লোকদের ত্যাজ্যপুত্র করতে চায়। অনেক সময় সফল হয়। কেন? আমরা দেশকে মা মনে করি না। তাই আমাদের ভ্রাতৃত্বের বন্ধন তেমন শক্তিশালী নয়। আমরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী যাদের মূল উদ্দেশ্য শান্তিপূর্ণ সহাবস্থান নয়, সমস্ত ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত করা। তাই অন্যদের কাছ থেকে আমরা চাই শর্তহীন আনুগত্য না হয় নির্বাসন। এটাও আমাদেরই দেশ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment