একটা বয়সে বাচ্ছাদের মনে হয় তারা সব জানে, সব সমস্যার উত্তর তাদের কাছে আছে। তখন বড়রা যাই করুক না কেন সেটা তাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে। মনে করে তাদের বর্তমান সব দুর্দশার কারণ পূর্বসূরীরা। এক সময় তারাও বড় হয় কিন্তু ততদিনে অনেক জল গড়িয়ে যায় পদ্মায়। আমাদের বর্তমান শাসকদের কথাবার্তা শুনলে মনে হয় তারা এখনও সেই বয়স পেরিয়ে আসতে পারেনি। রাজনীতিতে তারা এখনও শৈশবে বিচরণ করছে।
দুবনা, ২১ ডিসেম্বর ২০২৪
No comments:
Post a Comment