Thursday, December 19, 2024

ঝগড়া

অনেক আগে কেউ যখন জিজ্ঞেস করত বিয়ে করেছি কেন, উত্তর দিতাম ঝগড়া করার জন্য। বাইরের কারো সাথে ঝগড়া করা রিস্কি, কিন্তু বৌয়ের সাথে রিস্ক নেই বা থাকলেও কম। মনে হয় যারা উত্তর শুনেছিল তাদের কেউ কেউ তাবলীগ করতে গেছে আর ওখানে বিধর্মী কাউকে না পেয়ে নিজেরা নিজেরাই মনের সুখে ঝগড়া করছে।

শিক্ষাঃ ঝগড়াঝাটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। সে জন্য হলেও দেশে বিভিন্ন ধর্মের লোকজন থাকা দরকার। নাহলে ঝগড়া জমে না। দেখেন না আমেরিকা সোভিয়েত ইউনিয়নের পতনের পর কি বিপদেই না পড়েছিল। রাশিয়া নিজের পায়ে না দাঁড়ালে তাকে তো কানাডার সাথেই পাছড়া পাছড়ি করতে হত।

দুবনা, ১৯ ডিসেম্বর ২০২৪

No comments:

Post a Comment