সমানাধিকারের কথা বলে আন্দোলন বা বিপ্লবে অংশগ্রহণ করলেও এই অধিকারের ধারণা একেক জনের একেক রকম। শ্রমিক বা কৃষকের কাছে অধিকার মানে শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও সৎ পথে উপার্জিত অর্থে দু'বেলা পেটপুরে খেয়ে পরে সন্তানদের মানুষ করা। সেখানে নেতারা চায় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জাতীয় সম্পদ বন্টনের নিরঙ্কুশ অধিকার। তাই একসাথে আন্দোলন করলেও লক্ষ্য থাকে ভিন্ন। এমনকি অনেকের লক্ষ্য থাকে সবার শ্রমে অর্জিত ফসলের পুরোটাই নিজের ঘরে তোলা। কিন্তু ব্যর্থতার দায় কেউ নিতে চায় না। ব্যর্থতা সবার মধ্যে সমান ভাবে বন্টন করা হয়। এক্ষেত্রে মানুষ সাম্যবাদী।
মস্কো, ০৯ ডিসেম্বর ২০২৪
No comments:
Post a Comment