Wednesday, December 25, 2024

জেব্রা

রাশিয়া মানেই রঙ্গ বেরঙের চুটকি। সোভিয়েত আমলে, যখন মত প্রকাশের স্বাধীনতা ছিল সীমিত তখন চুটকিই ছিল প্রধান অস্ত্র। আর এসবের মধ্য দিয়েই মানুষ তাদের মতামত প্রকাশ করত। এক রুশকে তার বন্ধু জিজ্ঞেস করল

- কেমন আছ? কেমন চলছে দিনকাল?
- জীবন হচ্ছে জেব্রার মত - সাদা আর কালো স্ট্রাইপ বা আলো আঁধারের পালাক্রম।
- তা তোমার এখন কোন পর্যায়ে চলছে?
- আগে ভাবতাম আঁধারে আছি তাই আলোর জন্য লড়াই করেছি। এখন দেখছি সেটাই ছিল আলোকিত। গোধূলির আবছা আলো থেকে এখন অমানিশার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি দিন দিন।

এই রুশ জোকটি পৃথিবীর বিভিন্ন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য বেশ সহায়ক। এজন্যেই রুশরা বলে সব চুটকিই আংশিক চুটকি, বাকিটা সত্য।

দুবনা, ২৫ ডিসেম্বর ২০২৪

No comments:

Post a Comment