Sunday, December 1, 2024

প্রেম বিয়ে

কাজানে বন্ধুদের সাথে গল্প হচ্ছিল। কথায় কথায় প্রেম বিয়ে এসব নিয়ে কথা উঠল। বললাম 

প্রেম হল চাকরির জন্য ইন্টারভিউ। দুই পক্ষই চেষ্টা করে পরস্পরের ভালো লাগার জন্য। আর যেহেতু দুজনাই পরস্পরের কাছে চাকরি প্রত্যাশী তাই সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে সংসার নামক অফিস ঠিকঠাক চালনার জন্য নিজের দক্ষতা প্রমাণ করতে। আর বিয়ে হল সরকারি চাকরি। একবার ঢুকলে যেমন কাজ না করেও কিছু একটা বেতন পাওয়া যায় তেমনি সেই সাথে থাকে চাকরির গ্যারান্টি। সহজে ছাঁটাই করতে পারে না। আর যদি কেউ ঘুষখোর হয় তবে পরকীয়া নামক উপঢৌকন কপালে জুটতে পারে। 

মস্কোর পথে, ০১ ডিসেম্বর ২০২৪

No comments:

Post a Comment