বিপ্লব বা আন্দোলন এসবও বাজার অর্থনীতির নিয়ম মেনে চলে মানে ডিম্যান্ড ও সাপ্লাই-এর নিয়মে চলে। সমাজে ন্যায়বিচারের বা ন্যায্যতার ডিম্যান্ড সবসময়ই ছিল ও থাকবে। খুব কম ব্যবস্থা বা সরকার সেটা সাপ্লাই দেয়। আর তাই এই দাবিকে আন্দোলন বা বিপ্লবে পরিণত করার সম্ভাবনা সবসময়ই থাকে। বিগত ৫৩ বছর ধরেই দেশে ন্যায়বিচারের দাবি ছিল। কিন্তু সেই দাবি সবসময়ই সফল আন্দোলনে পরিণত হয় নি। আর এই দাবি শুধু আমাদের দেশেই নয় বিশ্বের সব দেশেই ছিল, আছে, থাকবে।
মস্কো, ৩০ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment