Friday, November 29, 2024

মঙ্গল

গণিতে আমরা যে সমস্ত ফাংশন ব্যবহার করি তাদের অন্যতম বৈশিষ্ট্য হল ধারাবাহিকতা। সাধারণ ভাষায় এর অর্থ হল প্রতিটি প্রতিবশী বিন্দুর পরস্পরের সাথে সদ্ভাব। আমরা যখন ঢাকায় বসে প্যালেস্টাইনের মুসলমান, দিল্লিতে বসে বাংলাদেশের হিন্দুদের জন্য সমবেদনা জ্ঞাপন করি ঠিক তখনই পাশের বাড়ির ভিন্নধর্মী মানুষের উপর অত্যাচার করি। এরফলে আমাদের সেই ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। যে ফাংশন লোকালি ধারাবাহিক নয় তা গ্লোবালি ধারাবাহিক হতে পারে না। আমরা যদি সত্যিকার অর্থেই দূরদেশে আমাদের স্বধর্মীদের মঙ্গল চাই তাহলে সবার আগে আমাদের নিজ নিজ প্রতিবেশীর প্রতি যত্নবান হতে হবে, তাদের মঙ্গল করতে হবে। আর একমাত্র তখনই আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব। ঘৃণা আর প্রতিহিংসা কখনও মঙ্গল বয়ে আনে না, তারা শুধু ঘৃণার, প্রতিহিংসার জন্ম দেয়। ঘৃণা আর প্রতিহিংসার ফসল ভালোবাসা হয় না। ভালোবাসা পেতে চাইলে ভালোবাসা দিতে হয়।

মস্কোর পথে, ২৯ নভেম্বর ২০২৪

No comments:

Post a Comment