দীর্ঘ দিন চুপ করে থাকলে একসময় ভাষা ও কথা বলার শক্তি দুটোই ভুলে যাবার সম্ভাবনা রয়েছে। জল্লাদ খুনি নয় খুনি সেই বিচারক যে ভুল রায় দেয়। এবারের পটপরিবর্তনে অনেকেই ভুল করেছে পরিণাম কী হবে সেটা বুঝতে। এখন যা হচ্ছে সেটা আমাদের জন্য অপ্রত্যাশিত হলেও যারা করছে এটা তাদের পরিকল্পনার অংশ ছিল। এখন আমাদের করণীয় কী? স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মতুষ্টিতে না ভুগে নতুন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াবার আগেই তাকে না বলা। ভুল করার মধ্যে লজ্জা নেই, লজ্জা সময় মত সেটা স্বীকার না করার মধ্যে। এটা শুধু লজ্জার নয়, এটা কাপুরুষতাও।
দুবনা, ১২ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment