খবরে শুনলাম আমেরিকার অর্ধেকের বেশি বিলিয়নিয়ার দেশের বাইরে চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঘটার আশঙ্কায়। হ্যাঁ, অঢেল টাকাও অনেক সময় নিজের দেশে নিজের বাড়িতে শান্তিতে ঘুম নিশ্চিত করতে পারে না। মনে হয় সমাধি ছাড়া আর কেউই সেটা নিশ্চিত করতে পারে না। আচ্ছা আপনারা বাইরে যেতে চাইছেন তা যাবেন কোথায়? সারা বিশ্বই তো আপনাদের কল্যাণে সহিংসতায় ভরে গেছে। আপনারা যদি বিদেশের মাটিতে যুদ্ধ যুদ্ধ না খেলতেন তাহলে তো আজ নিজের দেশ থেকে পালাতে হত না শান্তির খোঁজে। বিশ্বকে শান্তিতে থাকতে দিন, দেখবেন আপনার ঘরেও শান্তি ফিরে আসবে।
দুবনা, ০২ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment