Wednesday, November 13, 2024

দোকানদার

পণ্যটি ভালো না মন্দ, সেটি আপনার কাজে লাগবে কি লাগবে না তা নিয়ে ব্যবসায়ীর মাথা ব্যথা নেই। তার একটিই উদ্দেশ্য - আপনার কাছে তার পণ্য বিক্রি করা। তার দরকার আপনার টাকা। আপনার ভালো মন্দের দায় তার নয়, সে দায় একান্তই আপনার। একই কথা বলা চলে ধর্ম, গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন ধারণা সম্পর্কে। অধিকাংশ মানুষের দরকার সৎ পথে উপার্জন এবং তা দিয়ে নিজের ও পরিবারের নিরাপদ জীবন। যারা ধর্ম বা আদর্শের দোকানদার তারা এসব করে যতটা না আপনার সুখ শান্তির কথা ভেবে তারচেয়ে বেশি নিজেদের ধারণা প্রতিষ্ঠিত করতে আর তার মধ্য দিয়ে ক্ষমতা ও প্রতিপত্তি লাভ করতে। একবার ক্ষমতায় গেলে সে চেষ্টা করে যেভাবেই হোক ক্ষমতা ধরে রাখতে। তাই কী গণতন্ত্রী, কী সমাজতান্ত্রিক, কী ধার্মিক - ক্ষমতায় যেই যাক না কেন - একদিন সবাই স্বৈরাচারী হয়ে যায় - কেউ আগে, কেউ পরে। যদি শুরুর থেকেই বিভিন্ন অজুহাতে কাউকে ছাড় দিতে শুরু করেন তাহলে সে উল্টো বুঝে একদিন ইঁদুর থেকে সিংহ বনে যাবে। আপনি যদি সন্ন্যাসী না হয়ে থাকেন, আপনার যদি মন্ত্র দিয়ে তাকে ইঁদুর বানানোর শক্তি না থাকে তাহলে শুরু থেকেই সব কাজের জবাব চান। তাতে অন্তত তার স্বৈরাচারী হতে সময় লাগবে। ততদিনে সে দেখবেন মরেও যেতে পারে।

দুবনা, ১৩ নভেম্বর ২০২৪

No comments:

Post a Comment