ইতিহাস হল তা যা ইতিমধ্যেই ঘটে গেছে। একে বিকৃত করার চেষ্টা করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। এমনকি রিসেট বাটন চেপেও না। কারণ ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, থাকে মানুষের মনে, থাকে লোককথায়। উপযুক্ত পরিবেশে একদিন সে বেরিয়ে আসে, সবাইকে জানায় সত্য ইতিহাস, সত্য ঘটনা।
ইতিহাস যারা বদলে দিতে চায় তাদের সম্পর্কে ইতিহাসের এক অমোঘ শিক্ষা হল
তারা অত্যাচারের অবসান ঘটায় না, শুধু অত্যাচারী বদলায়। পুরানো মদ আসে নতুন বোতলে শুধু আরোও একটু বেশি কড়া হয়ে।
কাজান, ২৯ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment