Saturday, November 23, 2024

চেয়ার খেলা

পরনিন্দা আর পরচর্চা করতে আমরা বরাবরই পারদর্শী। এর সাথে যোগ হয়েছে পরস্ত্রী ও পরশ্রীকাতরতা। পরশ্রীকাতরতা এখন গগনচুম্বী। ফলে অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই আরও বড় অন্যায়, আরও বড় অত্যাচারীর জন্ম দেয়। আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি সেটা দুর্নীতি দমন করতে করি না, করি নিজে সেই দুর্নীতির ভাগ পেতে। অত্যাচারীকে তাড়িয়ে আমরা সেখানে ভালো কাউকে বসাতে চাই না, বরং নিজে আগের চেয়ে বেশি অত্যাচারী হয়ে যত দ্রুত সম্ভব আখের গোছানোর চেষ্টা করি। ফলে সরকার বা মালিক বদলের খেলা চেয়ার খেলার আকার ধারণ করে। জনগণ শুধু এক মালিকের হাত থেকে অন্য মালিকের হাতে পড়ে কিন্তু তার অবস্থার পরিবর্তন হয় না। 

দুবনা, ২৩ নভেম্বর ২০২৪

No comments:

Post a Comment