ফেসবুক বন্ধুদের সাথে যোগাযোগ ও তাদের চিন্তা ভাবনা তথা সমাজের হালচাল সম্পর্কে জানতে সহায়ক হলেও তার অনবরত বিভিন্ন কন্টেন্ট অফার বিরক্তিকর। ইদানিং যোগ হয়েছে নতুন উৎপাত। আমি সবসময় বন্ধুদের জন্মদিনে নিজেই দু' কলম লিখি এমনকি সেটা যদি শুধু "শুভ জন্মদিন"ও হয়। ইদানিং ফেসবুক নিজে থেকেই happy birthday to you এর সাথে কিছু ফুল অফার করে। এর মানে ফেসবুক আমাদের সব ভুলিয়ে শুধু বাটনে চাপ দেবার প্রশিক্ষণ দিচ্ছে। কে জানে এটা রিসেট বাটনের সাথে সম্পৃক্ত কি না? তবে তারা যে আমাদের মূর্খ রাখতে, ভাবতে ভুলাতে বদ্ধপরিকর তাতে সন্দেহ নেই।
দুবনা, ১৪ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment