আমরা সাধারণত একটি কাঁধ খুঁজে বেড়াই - বন্ধুর কাঁধ নিজের দুঃখের সময় যেখানে মাথা রাখা যায় অথবা শত্রুর কাঁধ যেখানে নিজের ব্যর্থতার দায় চাপিয়ে দেয়া যায়। বন্ধুর কাঁধ নিয়ে সমস্যা নেই, এমন বন্ধু ভাগ্য বরং সাফল্যের পরিচয়। কিন্তু নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষী করা শক্তির পরিচয় নয়। এতে শত্রুকে লাইম লাইটে আনা হয় কিন্তু নিজের ভুল সংশোধন করা হয় না। এমনকি অন্যের দোষেও যদি আমরা ব্যর্থ হই তার মানে আমাদের চেষ্টায় ত্রুটি ছিল। সফল হতে চাইলে নিজেকে দিয়েই শুরু করতে হবে। ব্যর্থতার দায় নিজে নিয়ে ভবিষ্যতে সেই ভুল এড়ানোর চেষ্টা করতে হবে।
দুবনা, ১৫ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment