হাজার বছরেও মানুষের কোন পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি তার চাহিদার - আদি চাহিদার। কী সেটা? খাদ্য আর যৌনতা। সেই সময়ের বুদ্ধিমান মানুষ এটা ঠিক ধরতে পেরেছিলেন। তাই তো স্বর্গ সাজিয়ে রেখেছিলেন অঢেল সুস্বাদু খাবার আর অসংখ্য সুন্দরী অপ্সরা দিয়ে। মানুষ এখনও ততটা মানবিক নয় যতটা পাশবিক। পাশবিক তাড়নাই অধিকাংশ মানুষের চালিকাশক্তি।
দুবনার পথে, ১১ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment