Saturday, November 2, 2024

নাটক

 শিল্পকলায় নাটক বন্ধ অগ্নি সংযোগের আশঙ্কায়। অবাক হইনি। সারা দেশ যখন বিশাল নাট্যমঞ্চ আর সেই নাটকের মূল কাহিনী যেখানে অগ্নিসংযোগ ও গণপিটুনি সেখানে শিল্পকলার নাটকে এসবের আবির্ভাব কি কোন বিচ্ছিন্ন ঘটনা? সমাজের নাটকীয় পরিবর্তনের সময় কল্পনাপ্রসুত নাটক না হয় ছুটি নিল অনির্দিষ্টকালের জন্য! 

দুবনা, ০৩ নভেম্বর ২০২৪

No comments:

Post a Comment