Friday, November 22, 2024

ক্ষমতা

ক্ষমতার ক্ষমতা অসীম। যাদের ক্ষমতা আছে তারা প্রায়ই দায়িত্বহীন কিন্তু অধিকার সচেতন। অন্যদিকে যাদের ক্ষমতা নেই তারা অধিকার হারিয়ে শুধু দায়িত্ব পালনে বাধ্য হয়। অথচ সমীকরণটা ছিল অধিকার আর দায়িত্বের মধ্যে। ক্ষমতা অযাচিত ভাবে নাক গলিয়ে দিল তো সব পন্ড করে।

দুবনা, ২২ নভেম্বর ২০২৪

No comments:

Post a Comment