দুবনা, ০৫ নভেম্বর ২০২৪
Tuesday, November 5, 2024
সীমাবদ্ধতা
অর্থের পরিমাণে র উপর নির্ভর করে মানুষের স্বাধীনতার সীমাবদ্ধতা। ব্যতিক্রম যে নাই তা নয়। তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা সত্য। অর্থের অপ্রতুলতা যেমন মানুষের স্বাধীনভাবে চলার পথে ব্যাঘাত ঘটায়, স্বপ্ন পূরণে বাঁধা সৃষ্টি করে তেমনি অর্থের প্রাচুর্য মানুষের স্বাভাবিক ভাবে জীবন যাপনের স্বাধীনতা কেড়ে নেয়। অর্থের আধিক্য মানুষকে আরও বেশি অর্থ উপার্জনে ধাবিত করে। সোভিয়েত ইউনিয়নে যখন মানুষের জীবনের মৌলিক প্রয়োজন মেটানোর মত অর্থ ছিল তখন দেশের অধিকাংশ মানুষ নিশ্চিন্তে জীবন যাপন করত। এখন যখন মানুষ অনেক ব্যাপারে অনেক স্বাধীন তখন একদল মানুষ অর্থের অভাবে যেমন জীবনের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে আরেক দল পাহাড় প্রমাণ সম্পদ কীভাবে রক্ষা করবে বা আরও বাড়াবে সেই দুশ্চিন্তায় নিদ্রাহীন রাত কাটায়। সব কিছুর মত অর্থের পরিমাণেরও মনে হয় গোল্ডেন মীন আছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment