Sunday, November 3, 2024

দোলক

বোঝার উপর শাকের আঁটি বলে একটা কথা আছে। ১৯৭১ সালে মূলত আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হলেও বাম ও প্রগতিশীল রাজনৈতিক দল ও সাংস্কৃতিক কর্মীরা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪ সালে এই আওয়ামী লীগ একাত্তরের সমস্ত অর্জনকে ভূমিতে মিশিয়ে দেয়। এখানেও দেশকে একাত্তর পূর্ববর্তী রাজনৈতিক ধারায় ফিরিয়ে নিতে বাম ও প্রগতিশীল রাজনৈতিক দল ও সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা লক্ষ্যণীয়। ইয়া আজাদী ঝুটা হ্যাঁয় লাখো ইনসান ভুখা হ্যাঁয় - সাধারণ মানুষের ভাগ্য বদলানোর জন্য প্রকৃত স্বাধীনতা অর্জন করা না পর্যন্ত আমরা হয়তো পেন্ডুলামের মত বারবার বাংলাদেশ পাকিস্তান খেলেই যাব।

দুবনা, ০৪ নভেম্বর ২০২৪

No comments:

Post a Comment