Tuesday, December 10, 2024

পচন

সোভিয়েত ইউনিয়নে একটি জোক ছিল। এক আমেরিকান মস্কো এসেছে বেড়াতে। কথা হচ্ছে এক সোভিয়েত বন্ধুর সাথে রেড স্কয়ারে দাঁড়িয়ে। 

আমাদের দেশে গণতন্ত্র। আমি চাইলেই হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি রিগ্যান নিপাত যাক।
শুনে সোভিয়েত বন্ধু বলল 
ও এই হল গণতন্ত্র! তাহলে আমাদের দেশেও গণতন্ত্র আছে। এই দেখ বলেই সে রেড স্কয়ারে দাঁড়িয়ে উচ্চ স্বরে শ্লোগান দিল - রিগ্যান নিপাত যাক। 

জোকটা মনে পড়ল আমেরিকাবাসী এক প্রগতিশীল বাংলাদেশীর পোস্ট দেখে। সারা বিশ্বে যখন বাইডেন এন্ড কোং একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছে তখনও সে পুতিনের মুণ্ডুপাত করে যাচ্ছে। একেই বলে প্রগতিশীলতার পচন। অবশ্য হতে পারে এটাই আমাদের জাতীয় চরিত্র - সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেবার চিরায়ত অভ্যাস।

দুবনা, ১০ ডিসেম্বর ২০২৪

No comments:

Post a Comment