দুবনা, ৩০ ডিসেম্বর ২০২৪
Monday, December 30, 2024
প্রশ্ন
শিক্ষার মূলে রয়েছে প্রশ্ন। মানুষ প্রশ্ন করতে পারে কোন বিষয়ে খুঁটিনাটি জানার আগ্রহ থেকে। আবার প্রশ্ন করতে পারে ঐ বিষয়টি সঠিক কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশের জন্য। আবার প্রশ্ন করতে পারে উক্ত পথের উৎকর্ষতা নিয়ে। এক কথায় প্রশ্ন করার বিভিন্ন কারণ থাকতে পারে আর সবগুলোই উক্ত বিষয়ে নিজের বোঝাপড়া ঝালাই করার জন্য। যদিও অনেকেই প্রশ্ন করে প্রশ্ন করার জন্য, কোন বিষয়ে জানার অনিচ্ছা থেকে, ঐ বিষয়ের প্রতি অন্ধ অবিশ্বাস থেকে। কিন্তু আমাদের দেশে অনেক সময়ই বড়রা প্রশ্ন করাটা অবাধ্যতা হিসেবেই গণ্য করে। তাদের ধারণা তারা যা কিছু বলে ছোটদের উচিৎ প্রশ্ন না করে সেটা পালন করা। এটা কি আমাদের ধর্মীয় শিক্ষা থেকে যেখানে বিশ্বাসই একমাত্র পুঁজি, যেখানে প্রশ্ন বা সন্দেহ করার অবকাশ নেই? সেটাই কি আমাদের বিজ্ঞানমনস্ক হবার পথে একমাত্র না হলেও সবচেয়ে বড় বাধা?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment