Friday, January 3, 2025

বৈষম্যবিরোধী বৈষম্য

আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হল সে সমস্যার স্থায়ী সমাধান খুঁজে না, সে হয় অতি সহজ সমাধান বেছে নেয় অথবা ইচ্ছে করে সমস্যা টিকিয়ে রাখাকেই সমাধান মনে করে। সমস্যার অতি সহজ সমাধান ছিল দেশভাগ যা বাস্তবে সমস্যার সমাধান ছিল না, ছিল মাথা কেটে মাথা ব্যথা সারানোর মত। ফলে মাথা গেছে কিন্তু ব্যথা যায়নি। দ্বিতীয় পথ - ১৯৪৭ এর পরে তো বটেই ১৯৭১ এর পরেও সাম্প্রদায়িক সমস্যা জিইয়ে রাখা যা ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্রের এ ধরণের নীতি শুধু সংখ্যালঘুদের জীবনই বিপন্ন করে না, রাষ্ট্রের মৌলিক চরিত্রও প্রশ্নবিদ্ধ করে। কারণ রাষ্ট্র তার সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করতে বাধ্য আর সেই অধিকার সব নাগরিকের জন্য সমান। একদিকে দেশের প্রমাণিত জঙ্গীদের মুক্তি অন্যদিকে চিন্ময় দাশের জামিন নামঞ্জুর - এটা আবারও প্রমাণ করল বাংলাদেশ আর যাই হোক এখনও পর্যন্ত আধুনিক রাষ্ট্রে পরিণত হতে পারেনি, বৈষম্য তার রন্ধ্রে রন্ধ্রে। আগের মতই এখনও আইন এখানে নিরপেক্ষ নয়, সিলেক্টিভ।

দুবনা, ০৩ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment