Saturday, January 18, 2025

পর্যবেক্ষণ

একটু খেয়াল করলে দেখবেন বিচার চায় অসহায় মানুষেরা। তারা বিচার চায় অপেক্ষাকৃত ক্ষমতাশালী লোকের কাছে, আর না পেলে চায় ঈশ্বরের কাছে। আরও খেয়াল করলে দেখবেন বিচার করে যাদের শক্তি আছে তারা। সোভিয়েত ইউনিয়নে শুধু রাষ্ট্রের রোষানলে পড়তে পারে এই ভয় থেকেই যে মানুষ ধর্মের প্রতি তেমন আগ্রহী ছিল না তা কিন্তু নয়, আসলে তাদের ছোটখাটো ব্যাপারে ঈশ্বরকে বিরক্ত করার কোন প্রয়োজন ছিল না। তাদের ভাত কাপড় চিকিৎসা আর শিক্ষার দায় ছিল সরকারের। কেউ চাইলে কোন রকম ঝামেলা ছাড়াই জীবন কাটিয়ে দিতে পারত। তাই তাদের বিচার চাওয়ার বিশেষ করে ঈশ্বরের শরণাপন্ন হবার তেমন কোন প্রয়োজন ছিল না। মানুষের মৌলিক অধিকার যদি নিশ্চিত করতে পারেন দেখবেন তাকে আর ধর্মের বাণী বা স্বর্গের লোভ দেখিয়ে কেউ খুব একটা বিপথগামী করতে পারবে না।

দুবনা, ১৮ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment