Saturday, January 25, 2025

দূরভিসন্ধি

বন্য প্রাণীদের সমাজে বাস্তবেই এমনটা ঘটে কিনা জানিনা, তবে সব দেখে মনে হয় সিংহকে শুধু নিজের জন্য নয়, চারপাশে ঘুরতে থাকা হায়েনার দলের জন্যও শিকার করতে হয় যাতে দুর্বল ও ছোট সিংহদের জীবন বিপন্ন না হয়। আমাদের সব দেশেও হাজার হাজার অধস্তন আমলা ও কর্মচারীদের জন্য হলেও এমনকি অনিচ্ছা সত্ত্বেও অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি করতে হয় যদিও এ ধরণের লোকের সংখ্যা খুবই কম। দুর্নীতি, স্বজনপ্রীতি এখন রক্তের লোহিত কণার মত সমাজ ও রাষ্ট্রের শিরায় উপশিরায় বয়ে চলছে যা থেকে চাইলেই সহসা মুক্তি পাওয়া যায় না। তবে বর্তমানে এই মুক্তি চাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সবাই দুর্নীতিগ্রস্ত আমলা, কর্মচারী, নেতাদের সরিয়ে দুর্নীতির ফসল নিজের ঘরে তুলতে চায়, কেউ দুর্নীতির অবসান চায় না। দুর্নীতি এখন চলমান দোকানের মত যার পজিশন সবাইকে আকৃষ্ট করে। সবাই এখানে নিজে মুনাফা করতে চায়, দোকান বন্ধ করার দূরভিসন্ধি কারো মাথায় আসে না।

দুবনা, ২৫ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment