Friday, January 31, 2025

শীতের হাওয়া

আজ থার্মোমিটার +৫ ডিগ্রী তাপমাত্রা দেখাল। গতকাল +৮। আসলে ২০২৫ এর জানুয়ারি স্মরণ কালের সবচেয়ে গরম জানুয়ারি। দুবনায় এমনকি আগস্টের কোন কোন রাতে তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে যায়। শীত মনে হয় রক্ত শূন্যতায় ভুগছে। অথবা হতে পারে পশ্চিমা বিশ্বের রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজে শীত নিজেই ঢুকে গেছে। আজকাল শীতও ইউরোপ-আমেরিকা আর রাশিয়ার জীবন যাত্রার মানের পার্থক্য বোঝে। আবার হতে পারে রুশরা পাছে ওকেও যুদ্ধে পাঠায় এই ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। মুস্কিল!

দুবনা, ৩১ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment