Thursday, January 23, 2025

গুনের বিড়ম্বনা

গরীবের ঘরে সুন্দরে কন্যা যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি হতে পারে অভিশাপও। সেটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে। তবে মেয়েকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তাহলে তা আশীর্বাদ হয়েই দেখা দেয়। একই কথা বলা চলে সামাজিক ও অর্থনৈতিক ভাবে দুর্বল দেশের ক্ষেত্রে যদি তার ভৌগলিক অবস্থান হয় ঈর্ষনীয়। তখন আশেপাশের দেশ তো বটেই, সাত সমুদ্রের ওপারের দেশগুলোও তার উপর কুনজর দেয়, তাকে পদানত রাখতে চায়। আর এই নিয়ে শুরু হয় আধুনিক ট্রয়ের যুদ্ধ। নিজের ভৌগলিক অবস্থানকে দেশের কাজে লাগাতে হলে দরকার দেশকে নিজের পায়ে দাড় করানো, শিক্ষ, দীক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব দিক থেকে উন্নত করে তোলা কারো সাথেই বেশি রকম দহরম মহরম না করে।

দুবনা, ২৩ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment