Tuesday, January 7, 2025

ঋণ

জুলাই আগস্টের আন্দোলনে বিজয়ের পরে ডঃ ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করায় অনেকেই আশার আলো দেখেছিলেন। আমার মনে হয়েছিল এখানে ডঃ জাফরুল্লাহর মত একজন দরকার যার দেশপ্রেম প্রশ্নাতীত। তবে তিনি ইতিমধ্যেই বিগত হয়েছেন। তাই এ নিয়ে বন্ধুদের কাছে আফশোস করা ছাড়া করার কিছু ছিল না। এখন আমার মনে হয় যারা ডঃ ইউনুসকে স্বাগত জানিয়েছিলেন তাদের অনেকেই তার কাছ থেকে রাজনৈতিক ক্ষুদ্র ঋণ পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু ক্ষমতার মনোপলি তাকে আর ক্ষুদ্র ঋণ প্রকল্পে উৎসাহিত করে না, তিনি বৃহৎ ঋণ দিচ্ছেন একাত্তর বিরোধীদের। আমার বিশ্বাস ঋণ খেলাপি সম্পর্কে তিনি খুব ভালো ভাবেই অবগত। আর এ কারণেই তিনি এই পথেই অগ্রসর হচ্ছেন। আগে অর্থ ঋণ দিয়ে দেশকে দেউলিয়া করা হত, এখন ক্ষমতা ঋণ দিয়ে দেশকে দেউলিয়া করা হবে - পরের আজ্ঞাবহ করদ রাজ্যে পরিণত করা হবে। জনগণ বরাবরের মতই রিসিভিং এন্ডে বসে সব দুর্ভোগের শিকার হবে।

দুবনা, ০৭ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment