রাষ্ট্রের আয়ের একমাত্র খাত রাজস্ব বা কর আদায়। ধনী দেশে কর আদায় করা হয় বিত্তবানদের কাছ থেকে। গরীব দেশে গরীবের কাছ থেকে। আর সরকার যদি ঠুঁটো জগন্নাথ হয় তাহলে ধনীদের কাছ থেকে কর আদায় তো দূরের কথা উল্টো তাদের কর মাফ করে দেয়। কোথায় যেন পড়েছিলাম ভূমি হল ধনীদের, জন্মভূমি গরীবের। জন্মভূমি যখন বিপদে তখন গরীবকেই তো এগিয়ে আসতে হবে। তার উপর কর বসানো হবে না তো কার উপর হবে? অনেকেই বলার চেষ্টা করে নতুন সরকার, এদের একটু সুযোগ দেয়া দরকার। কিসের সুযোগ? চুরি করার? সাধারণ মানুষের পকেট কাটার? এটা তারা আপনারা সুযোগ না দিলেও করবে। যাতে হাত পাকাতে না পারে তাই এখন থেকেই প্রতিবাদ করুন। সমস্ত অন্যায়ের প্রতিবাদ করুন। তা না করলে এরাও একদিন আরও বড় স্বৈরাচার হিসেবে মাথা তুলে দাঁড়াবে।
দুবনা, ১৩ জানুয়ারি ২০২৫
No comments:
Post a Comment