Monday, January 27, 2025

উপলব্ধি

ঢাকা ভার্সিটির ভিসি (অনেক সময় আমার ভিসি (VC)কে ভাইস (vice বা পাপ) পড়তে ইছে করে) বলেছেন ছাত্ররা বেয়াদব। প্রথমে মনে হয়েছিল "উনি কি ছাত্র ছিলেন না কোন দিন?" এই প্রশ্ন করি। পরে ভেবে দেখলাম - এই প্রশ্ন বৃথা। সবাই যেখানে একটা গোটা জাতির ইতিহাস মুছে ফেলতে উঠেপড়ে লেগেছে সেখানে এক ব্যক্তি, তা তার পা যত লম্বা আর যত বড়ই হোক না কেন, তার সামান্য ছাত্রজীবনের কথা মনে রাখবে কীভাবে? কোথায় বলে দেশের মানুষ তার যোগ্যতা অনুযায়ী নেতা পায়। বিপ্লবের ক্ষেত্রেও একথা সত্য।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment