আজ মস্কোয় সন্ত্রাসী ঘটনায় জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। বাংলাদেশের সংবাদপত্রে দেখলাম তাকে বলা হয়েছে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান। তিনি আসলে রেডিয়েশন, কেমিক্যাল ও বাইয়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান। ধারণা করা হচ্ছে যে এর পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। বোমা সহ একটি স্কুটার তার বাসার নীচে গাড়ির পাশে রাখা হয়েছিল। উল্লেখ করা যেতে পারে যে এখন সমস্ত বাসার সামনে এরকম অসংখ্য স্কুটার থাকে। অল্প ভাড়ায় এগুলো ব্যবহার করা যায়। এটা তরুণ সমাজের প্রিয় যানবাহন। আরও একটি বিষয় বলা দরকার যে এখানে জেনারেলরা আমাদের দেশের মত ক্যান্টনমেন্টে থাকেন না। তারা সাধারণ মানুষের মতই বহুতল বাড়িতে থাকেন। মস্কোয় এক সময় আমার পাশের বাসায় এক সোভিয়েত জেনারেল থাকতেন। তাই এদের জন্য আলাদা কোন নিরাপত্তা ব্যবস্থা থাকে না। কেউ কেউ ইনবক্সে ঘটনা জানতে চাইলেন বলে লিখলাম। এটা যে ইউক্রেন যুদ্ধে খুব বেশি পরিবর্তন আনবে তা নয়। এর আগেও ইউক্রেন বিভিন্ন সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়েছে। এটা হয়তো নতুন করে জানান দেয়া যে যুদ্ধে পরাজিত হলেও এ ধরণের চোরাগুপ্তা আক্রমণ অব্যাহত থাকবে। দেখার বিষয় রাশিয়া এখন কী পদক্ষেপ নেয়।
দুবনা, ১৭ ডিসেম্বর ২০২৪
No comments:
Post a Comment