দুবনা, ২৭ ডিসেম্বর ২০২৪
Friday, December 27, 2024
দায়িত্ব
আগে ক্ষমতা গ্রহণ করার আরেক নাম ছিল দায়িত্ব নেয়া, এখন সব দেখে মনে হয় ক্ষমতা গ্রহণ করার অন্য নাম দায়িত্ব না নেয়া। আমেরিকায় আভ্যন্তরীণ সমস্যা - কে দায়ী? রাশিয়া। ইউরোপে তেল গ্যাসের দাম বেশি। কে দায়ী? পুতিন। ছাত্র জনতা কোটার বিরুদ্ধে আন্দোলন করল। কে দায়ী? বিএনপি-জামাত। সচিবালয়ে আগুন লাগলো। কে দায়ী? আওয়ামী লীগ। যারা ক্ষমতায় আছে তারা যদি কিছুই করতে না চায় বা না পারে বা কোন কিছুর দায়িত্ব না নেয় - তাহলে দায়িত্ব নেয়া মানে ক্ষমতায় যাওয়া কেন? এভাবে কিছু দিন পরে লোকজন বলতে শুরু করবে - তার অসুখের জন্য ডাক্তার দায়ী কারণ ডাক্তার তাকে সতর্ক করেনি যদিও সে ডাক্তারের কাছে যায়ই নাই, অথবা সে যে ক্ষুধার্ত তার দায় ক্ষুধার, আলসেমি করে তার কাজ না করার সাথে এর কোন সম্পর্ক নেই। কী এক ন্যারেটিভ রে বাবা।
দুবনা, ২৭ ডিসেম্বর ২০২৪
দুবনা, ২৭ ডিসেম্বর ২০২৪
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment