Saturday, December 7, 2024

গণতন্ত্র

এলাকায় একটা কথা আছে "ঘোমটা দিতে গিয়ে পেছন উদলা"। এই ঘটনা এখন ঘটছে পশ্চিমা গণতন্ত্রের সাথে। যখনই তাদের প্রার্থী পরাজিত হত তখনই তারা কারচুপির অভিযোগ করত বা বলত এসব দেশে নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্র সম্মত নয়। এবার রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী দ্বিতীয় পর্যায়ে যেতে পারেনি আর যে প্রথম স্থান অধিকার করেছে তার মূল স্লোগান রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করা, যুদ্ধে ইউক্রেনকে সাহায্য না করা। কিন্তু এবার তো নির্বাচনে কারচুপি বা নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্র সম্মত নয় সেই অভিযোগ করা যায় না তাই সাংবিধানিক আদালতের মাধ্যমে নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়। এভাবে চললে একদিন তারা গণতন্ত্রই বাতিল করতে পারে।

দুবনা, ০৭ ডিসেম্বর ২০২৪

No comments:

Post a Comment