Monday, December 2, 2024

সমাধান

বিচারহীনতার সংস্কৃতি আমাদের মজ্জাগত। এবার অতীতের রায় খারিজ করে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করলাম। রায়ে ভুল হতেই পারে কিন্তু একুশে আগস্টের গ্রেনেড হামলায় এতগুলো মৃত্যু তো মিথ্যা নয়। তাহলে অন্ততঃ নতুন করে কেসটি চালিয়ে যাবার প্রশ্ন আসে। আসলে পৃথিবীর কোন বিচার তো নিরপেক্ষ নয়। সরকার বরং সব বিচারের ভার ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে সবাইকে শেষ বিচারের দিন পর্যন্ত আসামিকে পলাতকের খাতায় এন্ট্রি করতে পারে। তাতে বিচার বিভাগ ও সরকার উভয়ের মুখ রক্ষা হবে।

মস্কো, ০২ ডিসেম্বর ২০২৪

No comments:

Post a Comment