Friday, September 30, 2022

রাজাকারের মুখ

দানিয়েৎস্ক, লুগানস্ক, হেরসন আর জাপারোঝিয়া অফিসিয়ালি রাশিয়ার অংশ হল। এরপর সেখানকার মানুষদের সাক্ষাৎকার দেখালো টিভিতে, দেখালো তাদের আনন্দ উল্লাস। আমার মনে পড়ল একাত্তরের ১৬ ডিসেম্বরের কথা। আমরাও ছোট বড় সবাই উল্লাসে ফেটে পড়েছিলাম। কল্পনা করছি সেই সমস্ত পরিচিত মানুষের চুপসে যাওয়া মুখ যারা এই সাধারণ সত্যটা মেনে নিতে পারছে না। একাত্তরের রাজাকারদের মুখ ঠিক এমনটাই দেখাচ্ছিল সেদিন।

দুবনা, ৩০ সেপ্টেম্বর ২০২২

Wednesday, September 28, 2022

বদলী

দেশে শুনলাম আমলাদের অপরাধের শাস্তি হিসেবে অন্য কোথাও বদলী করা হয়। এটা প্রথমত মানবিক। দ্বিতীয়ত এ দেশের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভুলে গেলে চলবে না যে আমাদের পূর্বপুরুষরা এ ধরণের অপরাধের শাস্তি হিসেবে আমলাদের আজীবনের জন্য নরকে বদলী করে পাঠাতেন। যদি সরকার দয়া বশত এদের নরকের বদলে স্বর্গে বদলী করার সিদ্ধান্ত নেয় দেশের মানুষ তাতে মনক্ষুণ্ণ হবে না বলেই মনে হয়।

দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০২২

Tuesday, September 27, 2022

শুকানোর মন্ত্র


অনেককেই দেখি আজকাল স্লীম হতে চায় আর সেজন্যে বিভিন্ন রকমের ডায়েট, ওষুধপত্র এসব ব্যবহার করে। এতে অনেকে সফল, তবে তারচেয়ে বেশি মানুষ ব্যর্থ। অনেকে শুনেছি অসুস্থ পর্যন্ত হয়ে পড়ে। তাই ভাবলাম একটা টিপস দিই।

আসলে আমরা এসব করি যতটা না নিজের জন্য তারচেয়ে বেশি অন্যের জন্য। এই যে না খেয়ে থাকা বা অখাদ্য খাওয়া - নিজের যত কষ্টই হোক এসব আমরা করি যাতে আমাদের দেখে অন্যেরা বলে, বা বেশ তো শুকিয়ে গেছ। এই যে শুকিয়ে গেছ এটাই যে জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভেবে দেখলাম, কেউ যদি নিজের চেয়ে দু সাইজ বড় জামাকাপড় পরে ঘুরে বেড়ায় তাহলে সবাই দেখে বলবে - দেখ দেখ লোকটি কী রকম শুকিয়ে গেছে। সাপও মরবে লাঠিও বহাল তবিয়তে থাকবে।

দুবনা, ২৭ সেপ্টেম্বর ২০২২ 

Monday, September 26, 2022

একনায়কতন্ত্র

দেশ থেকে পোশাক, বাঙালি সংস্কৃতি ও অন্য ধর্মীয় মানুষের নিরাপত্তা সম্পর্কিত যেসব খবর ফেসবুকে আসে তাতে অনিচ্ছা সত্ত্বেও এরকম সিদ্ধান্তে আসতে হয়
চেয়েছিলাম সর্বহারার একনায়কতন্ত্র, পেলাম মৌলবাদের একনায়কতন্ত্র।

মস্কো, ২৬ সেপ্টেম্বর ২০২২

Sunday, September 25, 2022

কথা

এক বন্ধু ফোন করল
কি করিস?
গল্প করছি।
তাই! কার সাথে?
আমার সাথে। 

অনেকক্ষণ কোন দিক থেকেই কোন কথা নেই। নিশ্চুপ। বন্ধু হয়তো আমাদের গল্প শোনার জন্য কান পেতে ছিল। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে শেষে বলল

ঠিক আছে তোরা গল্প কর। আমি পরে ফোন করব।

সমস্যা হল খুব কম মানুষই বাইরে থেকে নিজেকে দেখতে পারে আর জীবন চলার পথে নিজেই নিজের সাথী হতে পারে। 

মস্কো, ২৬ সেপ্টেম্বর ২০২২

শুভ ইচ্ছা

অনেকেই মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছেন।‌ আসলে বছরের বিভিন্ন সময়ে মহালয়া, ঈদ, পূজা, খৃষ্টমাস, বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে বিভিন্ন রকম ধর্মীয় ও জাতীয় এবং আন্তর্জাতিক দিবসের শুভেচ্ছা পাই। আমি নিজে এসব নিয়ে খুব একটা ভাবি না। তবে যাদের উৎসব তারা যদি বাকি সবার জন্য দিনটি শান্তিপূর্ণ করেন আর যাদের সরাসরি উৎসব নয় তারাও যদি অন্যদের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন করেন তাহলে আমি বছরের ৩৬৫ দিনই কোন না কোন উৎসবের পক্ষে। তবুও শান্তি আসুক। সবাইকে মহালয়ার বিপ্লবী শুভেচ্ছা।

দুবনা, ২৫ সেপ্টেম্বর ২০২২

Saturday, September 24, 2022

অধিকার ও দায়িত্ব

রাত ছাড়া যেমন দিন সম্পূর্ণ নয়, আঁধার ছাড়া যেমন আলো পূর্ণতা পায় না তেমনি দায়িত্ব ছাড়া অধিকার অপূর্ণ থেকে যায়। আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে কিন্তু মানব দায়িত্ব ঠিক মত পালন করা হচ্ছে কিনা সেটা দেখার কোন সংগঠন নেই। বলতে পারেন এজন্য সরকার আছে। সে ক্ষেত্রে প্রায়ই দেখা যায় এই দায়িত্ব প্রাপ্তরা অন্যদের অধিকার হরণ করে বা অন্যদের বিরুদ্ধে অধিকার হরণ করার অভিযোগ এনে নিজেদের দায়িত্বের সীমা অতিক্রম করে। 

দুবনা, ২৫ সেপ্টেম্বর ২০২২

Friday, September 23, 2022

প্রশ্ন

ফেসবুকে বেহেশতের চাবি নামে এক কার্টুনের আবির্ভাব হয়েছে। ধর্ম ব্যবসায়ী মানুষে টানা গাড়িতে বসে বড়শির মাথায় বেহেশতের চাবি ঝুলিয়ে রেখেছে আর তার মুরিদ গাড়ি টানছে চাবি পাবার আশায়। এটা গাধার সামনে মূলা ঝুলিয়ে মানুষের নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টার অতি পরিচিত ছবি। কার্টুন দেখে মনে প্রশ্ন জাগছে আধুনিক যুগে মূলা চাবি হয়েছে নাকি বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে গাধা বানিয়ে কাজ হাসিল করা হয়েছে। 

দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২২

Wednesday, September 21, 2022

সন্ন্যাসী

সাধু সন্ন্যাসীরা সব সময় নিজেদের উপর স্যাঙ্কশন আরোপ করে। বুঝতে পারলেন না? ওরা সব এমন ভাবে করে যাতে বাইরের প্রলোভন ওদের শারীরিক কষ্ট লাঘব না করে। লোভনীয় খাবার, দামী পোশাক, সুন্দরী নারী - কিছুই যেন ওদের ঈশ্বরের উপাসনা থেকে পথভ্রষ্ট করতে না পারে। সব কিছু কৃচ্ছতার জন্য, সব কিছু আত্মার শান্তির জন্য। ইউরোপের রুশ বিরোধী স্যাঙ্কশন দেখে মনে হয় পশ্চিমা বিশ্ব সন্ন্যাসী হবে বলে পণ করেছে। বিড়াল সন্ন্যাসী।

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২২

হতাশা

অনেক দিন পরে সালাউদ্দিনকে দেখলাম। কাজী সালাউদ্দিন। সাংবাদিক সম্মেলনে বসে ছিলেন। আমাদের ছোটবেলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকা। কেন যেন মনে হয় না দেখলেই ভালো ছিল। দেশ, সমাজ রসাতলে গেলে সবাইকে নিয়ে না হলেও বিভিন্ন ক্যাপাসিটিতে ক্ষমতায় থাকা প্রায় সবাইকে নিয়েই যায়।

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২২

বেতন


অনেকেই তাদের স্ট্যাটাসে নারী ও পুরুষ খেলোয়াড়দের বেতন বৈষম্য দূর করার দাবি জানাচ্ছেন। কেন ভাই? আপনারা খেলোয়াড় না তাই নিজেদের খেলো করছেন? যদি নারী খেলোয়াড়দের পক্ষে বলতে চান, তবে নারীদের পক্ষে নয় কেন? তারচেয়ে চলুন না দাবি করি নারী ও পুরুষের বেতন বৈষম্য দূর করার জন্য!

দুবনা, ২১ সেপ্টেম্বর ২০২২ 

খেলা

বিভিন্ন সময় জাতীয় দল নির্বাচনের জন্য সম্ভাব্য সমস্ত খেলোয়াড়দের এ টিম, বি টিম, সি টিম ইত্যাদি কয়েকটি দলে ভাগ করে বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজন করা হয়। দেশে ইতিমধ্যে নির্বাচন নিয়ে কথা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে বিভিন্ন খবরে দেখলাম। তাই জানতে ইচ্ছে করছে এসব কি আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের প্রাক নির্বাচনী টুর্ণামেন্ট?

দুবনা, ২১ সেপ্টেম্বর ২০২২

Tuesday, September 20, 2022

ভাব

যদি ভেবে দেখতে না পার তবে দেখে ভেবো, তাতে অন্তত ভাব দেখানোর ভাবটা দূর হবে।

দুবনা, ২১ সেপ্টেম্বর ২০২২ 

Monday, September 19, 2022

সাবাস

এ জয় শুধু মেয়েদের ফুটবল দলের নয়, এ জয় প্রগতির, এ জয় অনিবার্য ভবিষ্যতের, এ জয় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীর, এ জয় একাত্তরে স্বপ্নে দেখা বাংলাদেশের। এই দুরন্ত মেয়েরা যে বিজয় মশাল তুলে দিল জাতির হাতে জাতি, দেশ, সমাজ পারবে কি সেই মশালের অনির্বাণ শিখা প্রজন্মের পর প্রজন্মের হাতে তুলে দিতে? সাবাস মেয়েরা! 

দুবনার পথে, ১৯ সেপ্টেম্বর ২০২২


কর্ণধার

কর্ণধার বলতে আমরা নেতা, কান্ডারী, পথপ্রদর্শক এদেরকে বুঝি। তবে ভাবসাব দেখে মনে হয় কর্ণধার নিজে ভাবেন যে কর্ণধার তিনি যিনি প্রজাদের কর্ণ ধরে ওঠবস করাতে পারেন। ফলে যা হবার তাই হয়। দোষ কাকে দেবেন? ভাষাকে? ভাষা দিয়েই তো আমাদের যাত্রা শুরু।

দুবনার পথে,১৯ সেপ্টেম্বর ২০২২

পৃথিবী

খেলোয়াড় মাঠ মাতায়, মানুষ হাততালি দেয় কিন্তু মাঠ সবার অগোচরেই থেকে রায়। থেকে যায় যুগ যুগ ধরে এমনকি খেলোয়াড়রা বিস্মৃতির অতলে তলিয়ে যাবার শত শত বছর পরেও যদিও আজকের খেলোয়াড় নিজেকেই অমর মনে করে। রাজনীতির ভাঁড়েরাও তেমনিভাবে নিজেদের পৃথিবীর হর্তাকর্তা বলে ভাবে শুধু অচিরেই হারিয়ে যাবে বলে। পৃথিবী ঠিক আগের মতই ঘুরে আর ওদের কান্ড কারখানা থেকে শিশুর মত হাসে।

মস্কো, ১৯ সেপ্টেম্বর ২০২২

সাম্য

দুনিয়ার মজদুর এক হও!

দুনিয়ার মজদুর এক হইল এবং বিরাট মালিকের আরও বড় সামিয়ানার এক কোণে লাল ঝান্ডা রাখিয়া দ্বিগুণ উদ্যোগে মালিকের পুঁজি শত গুণ বাড়াইতে লাগিল। পুলকিত মালিক শ্রমিকদের জন্য বোনাসের ব্যবস্হা করিলেন। মালিক শ্রমিকদের যৌথ উদ্যোগে পুঁজিবাদের মরা গাঙে বান ডাকিল। সেই গাঙে পূণ্য স্নান করিয়া শোষণ আবার নতুন করিয়া শ্রমিকদের সেবা করিতে লাগিল। 

মস্কো, ১৯ সেপ্টেম্বর ২০২২

Wednesday, September 14, 2022

ধৈর্য্য

ভাগ্যিস নেপোলিয়নের সময় ফেসবুক ছিল না। তাহলে কুতুজভের আর মস্কো ছাড়াও হত না, ফলে শেষমেশ নেপোলিয়নের বিরুদ্ধে জয়ী হওয়াও হত না। যুদ্ধ শুধু সামনে এগুনো নয় প্রয়োজনে পিছু হঠাও। যুদ্ধ শত শত ছোট ছোট সংঘাতের যোগফল। যুদ্ধও একটা শিল্প। ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা সব যোগ বিয়োগের পরে বিজয়ী হয়ে বেরিয়ে আসে‌। ধৈর্য্য সাফল্যের চাবিকাঠি। আসুন ধৈর্য ধরে অপেক্ষা করি।

দুবনা, ১৪ সেপ্টেম্বর ২০২২

Tuesday, September 13, 2022

Sky

In America they often say

"Sky is the limit!"
When first heard I was very much impressed. But by every passing day one question bothers me again and again
Limit of what? Limit of Dream? Limit of possibility? Limit of Success? Or may be it is the Limit of Greed?
The way people and especially people in power want to capture everything possible and impossible I come to conclude that for many
Sky is the limit of their greed. Like the sky their greed is endless. Someday greed may result in great fall.

Dubna, 13 September 2022 




Monday, September 12, 2022

নক্ষত্রের পতন

সাজেদা চৌধুরী মারা গেলেন। সত্যি বলতে কি উনি মারা না গেলে জানাই হত না যে উনি এখনও বেঁচে ছিলেন। অথচ কত বড় মাপের একজন মানুষ, একজন নেত্রী। দেশে থাকতে যে দু একজন নারী রাজনীতিবিদের নাম সবার আগে চলে আসত তাঁরা হলেন সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরী। অথচ এদের নাম এখন আর শোনাই যায় না। কেন? আমি দেশের বাইরে তাই? নাকি সূর্যের আলোয় নক্ষত্ররা ঢাকা পড়ে গেছিলেন। অথবা রাজনীতিহীনতা তা কি-না অপরাজনীতির আরেক নাম সেটাই তাঁদের আড়াল করে রেখেছে। যদি তাই হয় সেই দায়িত্ব তাঁদেরও। 

আপনাকে দেশ মনে রাখবে।

মস্কো, সেপ্টেম্বর ২০২২

 

Sunday, September 11, 2022

ব্রাভো

জয়টা খুবই দরকার ছিল শ্রীলঙ্কার মানুষের জন্য। রাজনীতিবিদদের শঠতা আর হঠকারিতায় জনজীবন যখন গভীর আঁধারে আচ্ছন্ন তখন খেলোয়াড়দের এই বিজয় মানুষকে আশার আলো দেখাবে। আমাদের জীবন আসলেই খেলা। 

অভিনন্দন শ্রীলঙ্কা!

মস্কো, ১১ সেপ্টেম্বর ২০২২

ফ্রিজ

লিজ ট্রাস এনার্জি বিল ফ্রিজ করার কথা বলেছেন। তবে অর্থনীতি বলে এজন্যে কিং তৃতীয় চার্লসের পোর্ট্রেটে দেশ ছেয়ে ফেলতে হতে পারে। টাকা ছাপানো মানে ইনফ্ল্যাশনকে আমন্ত্রণ জানানো। ফলে নতুন করে মূল্য বৃদ্ধি। জনগণের ডিলেমা - খাদ্য না উত্তাপ। ভরপেট খেয়ে ঠান্ডা ঘরে শীতল মৃত্যুর অপেক্ষা করা নাকি উত্তপ্ত ঘরে অনাহারে ক্ষুধার্ত মৃত্যুর অপেক্ষায় বসে থাকা। তাই দেখার বিষয় কী ফ্রিজ হয় - দ্রব্যমূল্য না মানুষ? লিজ ট্রাস কথা রাখবেন।

দুবনা, ১১ সেপ্টেম্বর ২০২২

Saturday, September 10, 2022

সমস্যা

সাধারণত গুলিয়া আমার রান্নার প্রশংসা করে না। রান্নায় নাকি তেল বেশি দিই আর পুড়িয়ে ফেলি। তেলের ব্যপারটা অবশ্য জাতিগত আর পুড়ানো এটা পূর্বজন্মের কর্মফল (আগে লিখেছিলাম)। তাছাড়া ও মুরগী তেমন পছন্দ করে না। ছোটবেলায় ওর নাকি পোষা মুরগী ছিল যা নাকি ওর সাথে সাথে ঘুরত। জানি না সে জন্যে কি না। তবে আজ মুরগীর খুব প্রশংসা করল, শুধু তাই নয় পুরোটাই খেয়ে ফেলল। ভালো লেগেছে শুনে ভালো লাগল, তবে আমার ভাগের মুরগী খেয়ে ফেলায় খুশি হব কিনা বুঝে উঠতে পারছি না। এমন নয় যে তাতে আমার খুব ক্ষতি হয়ে গেছে, তবে যখন রান্না ভালো হয় তখন সেটা চাখতে না পারলে মনটা কেমন যেন করে। তবে মুনের রেসিপিতে আজ রসুনের আচার করেছি, সেটা দিয়ে আলু সেদ্ধ করে দিব্যি কাজ চালান যাবে।


দুবনা, ১০ সেপ্টেম্বর ২০২২



অনেক দিন পরে গতকাল বাসায় কিছু স্টিল লাইফ তোলার চেষ্টা করলাম।




Friday, September 9, 2022

খাঁটি ভেজাল

অনেকেই ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি কোনটা কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল এই নিয়ে গবেষণা করছেন। কিন্তু এর আগে দেশে রাজনীতি জাতীয় কোন কিছু আছে কিনা সেটার খোঁজ নেওয়া দরকার। কারণ যা নেই সেটার ভালো মন্দ বিচার করে সময়ের অপচয় না করে রাজনীতি ফিরিয়ে আনা কিভাবে যায় সেই পথ খোঁজা দরকার। অপরাজনীতির ভালো মন্দ বলে কিছু নেই।

দুবনা, ১০ সেপ্টেম্বর ২০২২

Thursday, September 8, 2022

গর্বিমানি

আশির দশকে সোভিয়েত ইউনিয়নে একজন মাত্র গর্বাচভ ছিলেন তাতেই দেশটা ভেঙে চুরমার। এখন ইউরোপের প্রতিটি দেশে, আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এসব দেশে এক একজন গর্বাচভ ক্ষমতায় যারা রাশিয়া ভাঙার স্বপ্ন দেখেন কিন্তু কিভাবে, কী মূল্যে সে সম্বন্ধে কোন ধারণাই রাখে না। 

দুবনা, ০৮ সেপ্টেম্বর ২০২২

Wednesday, September 7, 2022

প্রশ্নোত্তর

ভিশনারি কে? 
ভিশনের সাথে যাদের ভীষণ রকম আড়ি তাদের বলা হয় ভিশনারি।

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০২২

Tuesday, September 6, 2022

নাম বিভ্রাট

ফেসবুকে আনোয়ারা আলপনা (নাকি আল্পনা নাকি অল্পনা - ল্যাটিন বাংলার এই এক বিড়ম্বনা) মশিউল আলমের সাদ্দামদের নিয়ে লিখেছেন। মশিউল আলম মানে আমার ববি। আলম দেখেই ববি উধাও। হিরো আলম সামনে চলে এল। সব (প্রায়) শিশুদের সাদ্দাম হবার মত সব আলম কি হিরো হয়ে গেল?

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০২৩

দলত্যাগী

জনসন শক্তি সংকটের জন্য পুতিনকে দায়ী করলেন। বাইডেন, শোলস থেকে শুরু করে সবাই হরহামেশা এটাই করছেন। যুদ্ধ যে বর্তমান শক্তি সংকট ও মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে তাতে সন্দেহ নেই তবে মূল সমস্যা পশ্চিমা বিশ্বের রাজনৈতিক অদূরদর্শিতা ও হঠকারিতায়। পশ্চিমা বিশ্ব তথা গণতন্ত্রের শক্তি ছিল জবাবদিহিতায়। এখন জবাবদিহিতার সংস্কৃতি থেকে সরে গিয়ে তারা গণতন্ত্রকেই বিপন্ন করে তুলেছে।

দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০২২

Monday, September 5, 2022

ভিশনারি

ভীষণ ভীষণ ভিশন নিয়ে ভিশনারি নেতা
অলীক স্বপ্ন বিক্রি করেন জনগণ তার ক্রেতা

দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০২২

তারাকান

তারা শোনে দিয়ে কান
তাই তো তাদের নাম হল তারাকান।

দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০২২

সোজা কথা

একটা অপ্রমাণিত ও সন্দেহজনক ধারণাকে অনেক অনেক অযৌক্তিক গুণাবলী দিয়ে ভূষিত করে তাকে পরম সত্য বলে মেনে নিয়ে যার যাত্রা শুরু সেই যখন সদা সত্য কথা বলার জন্য অন্যদের আহ্বান জানায় তাকে সন্দেহ ও প্রশ্ন না করে নিঃশর্ত ভাবে যারা মেনে নেয় প্রতিটি বিবেকবান মানুষের উচিত তাদের সম্পর্কে সাবধান হওয়া। 

দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিদ্রোহ দিকে দিকে

হঠাৎ করেই পায়ের শরীর খারাপ, গোঁ ধরেছে হাঁটবে না। মামাবাড়ির আবদার আর কি। আজকাল এই পা, এই হাত, এই মাথা - সবাই যেভাবে বিদ্রোহ করতে শুরু করেছে তাতে শেষ পর্যন্ত মনে হয় রাশিয়ার পথেই হাঁটতে হবে মানে রাশিয়া যেমন ইউরোপে তেল গ্যাস সাপ্লাই বন্ধ করেছে আমাকে তেমনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য পানীয় সরবরাহ বন্ধ করতে হবে। দেখুক একবার কত ধানে কত চাল। 

দুবনার পথে, ০৫ সেপ্টেম্বর ২০২৩

ধাঁধা

আমি একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারি না - কেন তৌহিদী জনতা মূর্তি ভাঙ্গে। মূর্তি তো প্রতীক মাত্র, নিষ্প্রাণ। তাহলে এত ভয় কিসের? আমার ধারণা যারা প্রতিমা ভাঙ্গে তারা যদিও যারা মূর্তি পূজা করে তাদের উপর এক হাত নিতে চায় আসলে তারা ভয় পায় পাছে তাদের বিশ্বাস এই মূর্তির কাছে হার মানে। নিজের বিশ্বাসে অটল থাকলে কেউ অন্যের বিশ্বাসে এভাবে আঘাত হানে না, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। মূর্তি ভাঙ্গা আসলে নিজেদের দুর্বলতা প্রকাশ করার নামান্তর। অবশ্য এটাও হতে পারে যে এসব মূর্তি অধিকাংশ ক্ষেত্রেই সহি পোষাক পরে না বিধায় অনেকের শারীরিক ও মানসিক পবিত্রতা রক্ষায় ব্যাঘাত ঘটায়। সেক্ষেত্রে অবশ্য বোরকা পরিহিত দেব দেবীর কথা সৃজনশীল মানুষ ভেবে দেখতেই পারে। 

মস্কো, ০৫ সেপ্টেম্বর ২০২২

Sunday, September 4, 2022

সময়

মাঝেমধ্যে সময়টা এত অসময়ে এসে পড়ে যে সময় মত সবকিছু ঠিকঠাক করে করার সময় পাওয়া যায় না। 

মস্কো, ০৫ সেপ্টেম্বর ২০২২

পুনর্জন্ম

ইদানিং আবার নতুন করে খাবার পোড়াতে শুরু করলাম। আজ দুপুরে দুবনায়, রাতে মস্কোয়। মনিকা, সেভা আজকাল আমাকে রাঁধতে দিতে চায় না তবে আজ রাজি হল। পোড়া খাবার দেখে ওদের মনোভাব বুঝতে পেরে নিজে থেকেই বললাম, আসলে এটা পূর্বজন্মের কর্মফল। আগের জন্মে নিশ্চয়ই ডোম ছিলাম। এখন তো মরা পাই না তাই মনের সুখে খাবার পুড়াই।

মস্কো, ০৪ সেপ্টেম্বর ২০২২

হিসাব

মস্কো যাব বলে বাসা থেকে বেরিয়ে হাঁটছিলাম বাসের উদ্দেশ্যে। সামনে তাকিয়ে দেখি বেশ খানিকটা বিজন পথ। স্বভাবসুলভ ভঙ্গিতে চোখ বন্ধ করে হাঁটতে শুরু করলাম। তখন আমার হিসেবী মন বেঁকে বসল। দিনে পাঁচ ছয় ঘন্টা ঘুমাই, যখন কোন কিছু নিয়ে ভাবি সেটাও করি চোখ বন্ধ করে, এমনকি হাঁটি প্রায়ই চোখ বন্ধ করে, সুযোগ পেলে চোখ বন্ধ করেই সাইকেল চালাই। এতদিন সমস্যা হয়নি। তবে আজ মন বলল তুমি যদি প্রায় সবই চোখ বন্ধ করেই কর তাহলে এতগুলো পয়সা খরচ করে চোখ বদলানোর কী দরকার ছিল? শান্তি নেই। 

মস্কোর পথে, ০৪ সেপ্টেম্বর ২০২২

চাওয়া পাওয়া

সাধারণ মানুষ খুব বেশি কিছু চায় না। তারা চায় মাথা গোঁজার ঠাঁই, সন্তানদের শিক্ষা চিকিৎসা চাকরি এসব। চায় নির্ঝঞ্জাট ভবিষ্যত। আর অধিকাংশ সোভিয়েত মানুষের সেটা ছিল। আরও ছিল ডেফিসিট বা অপ্রতুলতা। পণ্যের। এখন পণ্য অঢেল, ডেফিসিট অর্থের - টাকার যেমন, জীবনের অর্থেরও তেমন। আর যারা প্যাসনারী বা অতিশয় সক্রিয় তারা সব সময়ই অতৃপ্ত থাকবে আর তৃপ্তির খোঁজে সবকিছু ভেঙে সামনে এগিয়ে যাবে‌। আর মুক্তি, মুক্তচিন্তা - এসবই তো ছেলে ভুলানো কথাবার্তা। এখন ইউরোপ আমেরিকা নিজেই লোহার দেয়াল তৈরি করছে, অপ্রিয় কথার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আসলে দুর্বলের সাথে শান্তি চুক্তি হয় না, যেটা হয় তাকে বলে আত্মসমর্পণ। আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বা জাতি দীর্ঘ সময়ের জন্য এই অবস্থা মেনে নিতে পারে না।

দুবনা, ০৪ সেপ্টেম্বর ২০২২

Friday, September 2, 2022

বাতিলীকরণ

আশির দশকে পেরেস্ত্রোইকা আর গ্লাসনস্তের মত আজকাল পশ্চিমা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শব্দ হচ্ছে বাতিলীকরণ। যা কিছু রুশ তাই বাতিল কর যদিও বাস্তবে তারা সেটা করে না। রুশ শিল্প, রুশ সাহিত্য, সংস্কৃতি, রুশ ট্যুরিস্ট এসব বাতিল করলেও রুশ কলকারখানা, বিদ্যুৎকেন্দ্র এসব কেউ বাতিল করে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সব ক্ষেত্রে রাশিয়াকে ক্যান্সেল করতে গিয়ে পশ্চিমা বিশ্ব আসলে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এসব কিছুই ক্যান্সেল করছে। এক সময় এ সবই ছিল পশ্চিমা বিশ্বের, তার শিক্ষা, সংস্কৃতি, তার সভ্যতার হলমার্ক। আরব বিশ্ব, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এসব আমাদের পশ্চিমে অবস্থান করেও পশ্চিমা বিশ্ব হয়নি। এসব হলমার্ক হারিয়ে ইউরোপ, আমেরিকা আদৌ পশ্চিমা থাকবে তো?

দুবনার পথে, ০২ সেপ্টেম্বর ২০২২

Thursday, September 1, 2022

প্রশ্ন

মাঝেমধ্যে বিভিন্ন সময়ের রায়টের উপর লেখা দেখি - এ মারা গেল, ও মারা গেল। এখনও সাম্প্রদায়িক দাঙ্গায় বা জাতিগত দাঙ্গায় অনেক মানুষ মারা যায়। এরা সবাই নিজের নিজের মত করে সমাজে প্রতিষ্ঠিত, কোন না কোন ভাবে সমাজের জন্য কিছু না কিছু করে। এরা যখন রায়টে মারা যায় আশেপাশের কিছু লোক হয়তো লাভবান হয় কিন্তু সমাজ? সমাজ তার একজন সদস্য হারায়, এক জোড়া কাজের হাত হারায়। দিনের শেষে মানব সমাজই ক্ষতির মাশুল দেয় তা সে সামাজিক, নৈতিক, মানবিক যাই হোক। কিন্তু সমাজ বা দেশ কি সেটা বোঝে?

মস্কো, ০২ সেপ্টেম্বর ২০২২

যুদ্ধ ব্যবসা

ইটালির কাগজে প্রকাশ জেলেনস্কি নাকি মাসিক ৫০ হাজার ডলারে এক রুশ ফ্যামিলিকে তার ভিলা ভাড়া দিয়েছে। একদিকে রুশদের ইউরোপিয়ান ভিসা না দেওয়ার আবেদন অন্যদিকে এদের নিজ বাড়ি ভাড়া দেওয়া এটাই কি আজকের ইউক্রেনিয়ান দেশপ্রেম? ইউক্রেনের শরণার্থীরা যখন ইউরোপের বিভিন্ন দেশে গৃহহীণ হচ্ছে তখন এই ভিলা অনেকের জন্য মাথা গোঁজার ঠাঁই হতে পারত। অথবা প্রতিদিন জেলেনস্কি যখন বিভিন্ন দেশের কাছে হাত পাতছে তখন এই ৫০ হাজার ডলার যুদ্ধের ফান্ডে জমা পড়তে পারত। আমার বিশ্বাস বর্তমান ইউক্রেন নেতৃত্বের এক বিরাট অংশের এধরণের আয় আছে। কিন্তু এটা তারা দেশের জন্য ব্যয় করতে রাজি নয়। তাই এই যুদ্ধ কতটা দেশপ্রেম আর কতটা ব্যবসা সেটাই প্রশ্ন।

দুবনা, ০১ সেপ্টেম্বর ২০২২