Monday, November 2, 2020

ভোট

১৯৮৪ সাল। কাজাখস্তানে গেলাম স্ত্রই আত্রিয়াদে (কনস্ট্রাকশন ক্যাম্পে) কাজ করতে। সারাদিন কাজ করি, বিকেলে আহসানের সাথে গল্প করি। ওয়াজেদ কখনও কখনও যোগ দেয়। কয়েকদিন পরে আমাদের প্রথম মিটিং হল। ডাইনিং হলে। সবাই বসে আছি। বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। একসময় শুনলাম ভোট দিতে হবে। রুশ ভাষায় ভোট হল গোলাস, যার আরেকটা অর্থ কণ্ঠস্বর। আমি ভাবলাম কোন ব্যাপারে ভোট চাইলে আওয়াজ দিতে হবে। বসে আছি। হঠাৎ শুনি সিদ্ধান্ত গৃহীত। মানে ভোট হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখি লোকজন হাত তুলে ভোট দিচ্ছে। রুশ জীবনের প্রথম ভোট (ছাত্র সংগঠন একান্তই আমাদের ছিল তাই সেটা ধরছি না) এভাবে মাঠে মারা গেল ভেবে একটু কষ্টই পেলাম।

আজ বন্ধু সুবাসকে দেখলাম ভোট দিয়ে এলো। মুখে লাগাম আটা, মানে মাস্ক লাগানো। মনে পড়ল কাজাখস্তানের কথা। শব্দ করে ভোট দিতে হলে মাস্ক নিশ্চয়ই বাধার সৃষ্টি করত। কেমনে ব্যাটা পারল সেটা জানতে মাস্ক পরে ভোট হবে একদিন দিতে

দুবনা, ০২ নভেম্বর ২০২০



No comments:

Post a Comment