আজ ৭ নভেম্বর। মহান অক্টোবর বিপ্লব দিবস। এক সময় এই দিনটিতে এ দেশের আকাশ লাল পতাকায় ছেয়ে যেত আর রাতের বেলায় আলো ঝলমল করে উঠত বড় বড় শহরের আকাশ। এখন আর সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। তবে তার অর্থ এই নয় নীরবে চলে যায় ৭ নভেম্বর। ১৯৪১ সালে আজকের এ দিনেই রেড স্কয়ারে প্যারেড করে সোভিয়েত জনগণ যাত্রা করেছিল বার্লিনের পথে। স্লোগান ছিল - "প জাদি মস্কভা উস্তুপাত নিয়েকুদা" মানে "পেছনে মস্কো, পিছু হটার জায়গা নেই"। তাই আগের মত করে না হলেও এ দিনটিকে এ দেশে এখনও স্মরণ করা হয়। রেড স্কয়ারে করা হয় ১৯৪১ সালের প্যারেডের রিকনস্ট্রাকশন।
তবে এবার অন্য কারণেও ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বপরিস্থিতি প্রমাণ করে লেনিন এখনও "ঝিভেয়ে ভসেখ ঝিভিখ" মানে "লেনিন যেকোন জীবিত মানুষের চেয়েও অনেক বেশি জীবিত"। তাঁর একটা উক্তি ছিল "চেম খুঝে তেম লুচশে" মানে "যত খারাপ তত ভাল", যদিও এই উক্তি প্রথম করেন ফিওদর দস্তয়েভস্কি তাঁর "উনিঝেন্নিয়ে ই আস্কারব্লেন্নিয়ে" মানে " বঞ্চিত ও লাঞ্ছিত" উপন্যাসে। পরে মাও যে দুং এই কথা ব্যবহার করেছেন তাঁর রাজনৈতিক বক্তব্যে। করোনা কালে এটা বিশেষ ভাবে দেখা গেছে বিভিন্ন দেশের নির্বাচনে। জনগণ করোনায় যত ভুগেছে, ভুগছে সেটাকে বিরোধী দল তত বেশি করে সরকারের বিরুদ্ধে ব্যবহার করেছে। অনেক ক্ষেত্রে বিরোধী দল ইচ্ছা করে মানুষের ভোগান্তি বাড়িয়েছে। তাই অক্টোবর বিপ্লব একশ বছর পেরুলেও, সোভিয়েত ইউনিয়ন বিস্মৃতির আড়ালে হারিয়ে গেলেও, আজ বিশেষ করে সমাজতন্ত্র বিরোধী দল গুলো এসব স্লোগান সবচেয়ে বেশি করে ব্যবহার করছে। দুবনা, ০৭ নভেম্বর ২০২০
No comments:
Post a Comment