Thursday, November 5, 2020

আলো থেকে আমায় অন্ধকারে নিয়ে যাও

আমেরিকার নির্বাচন শেষের পথে। যেহেতু অন্য কোন চয়েজ নেই - এই দু জনের একজনই আগামী চার বছরের জন্য দেবরাজ ইন্দ্রের আসনে অধিষ্ঠিত হবেন। আমেরিকার কী হবে বলতে পারি না, তবে যে পরিমাণ বিভাজন, যে পরিমাণ পারস্পরিক ঘৃণা আজ সে সমাজে বিদ্যমান সেটা বিশ্বের জন্য মঙ্গল বয়ে আনবে না বলেই মনে হয়। রাজনৈতিক দলগুলো মিলে রাষ্ট্রকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ভোটের ফল যাই হোক, এর নিরপেক্ষতা নিয়ে ব্যাপক সংখ্যক মানুষের মনে প্রশ্ন থেকে যাবে। এটা শুধু আমেরিকার জন্য নয়, গণতন্ত্রের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। নিজের দেশের আভ্যন্তরীণ কলহ রোধে অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া রাজনীতির এক আদিম কৌশল। তাই নতুন প্রেসিডেন্ট যদি আমেরিকান জনগণের ঐক্য ফিরিয়ে আনতে আবার কোন এক ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া কিংবা ভেনেজুয়েলা আক্রমণ করেন আর লাখ লাখ সাধারনের মানুষের ছিন্ন মস্তক দিয়ে সাজানো ডালি গণতন্ত্রের পূজার বেদীতে নিবেদন করেন তাতে আমি অবাক হব না। আমেরিকান জনগণ খুশি হবে কী?


দুবনা, ০৫ নভেম্বর ২০২০

No comments:

Post a Comment