Friday, November 27, 2020

শখ

এই যে লেখালেখি করি অথবা তুলি ছবি
ভ্রম করে কখনও বা নিজেকে ভাবি কবি
করি গবেষণা
কাগজের বুকে কলমের টানে করি যে অংক রচনা
কখনও হয়নি মনে এরা মোর পেশা
আজীবন ওরা মোর বেঁচে থাকার নেশা
ভালো লাগা ভালোবাসায় ভরে থাকে মন
এভাবেই কেটে যায় শখের জীবন।

ক্যামেরায় ছবি আঁকা বরফের বুকে লেখা
অথবা প্রকৃতি শুধু চেয়ে চেয়ে দেখা
স্থান-কাল বস্তু দিয়ে বানানো শরবৎ করি পান
তারা ভরা রাতের আকাশ তুমি কত বড়, কত মহান
ভালবাসার বৃষ্টিতে ভিজে যায় মন
ছোট ছোট পায়ে চলে শখের জীবন।

কখনও নদীতীরে কখনও বা বনে
হেথা হোথা ঘুরি আমি ঘুরি আনমনে
অবাক চোখেতে দেখি সুন্দর ভুবন
আনন্দে কাটিয়ে দিই শখের জীবন।

হেসে খেলে কেটে যাবে শখের জীবন
খেলার শেষে আসুক শখের মরণ।

দুবনা, ২৭ নভেম্বর ২০২০ 




No comments:

Post a Comment