এই যে লেখালেখি করি অথবা তুলি ছবি
ভ্রম করে কখনও বা নিজেকে ভাবি কবি
করি গবেষণা
কাগজের বুকে কলমের টানে করি যে অংক রচনা
কখনও হয়নি মনে এরা মোর পেশা
আজীবন ওরা মোর বেঁচে থাকার নেশা
ভালো লাগা ভালোবাসায় ভরে থাকে মন
এভাবেই কেটে যায় শখের জীবন।
অথবা প্রকৃতি শুধু চেয়ে চেয়ে দেখা
স্থান-কাল বস্তু দিয়ে বানানো শরবৎ করি পান
তারা ভরা রাতের আকাশ তুমি কত বড়, কত মহান
ভালবাসার বৃষ্টিতে ভিজে যায় মন
ছোট ছোট পায়ে চলে শখের জীবন।
কখনও নদীতীরে কখনও বা বনে
হেথা হোথা ঘুরি আমি ঘুরি আনমনে
অবাক চোখেতে দেখি সুন্দর ভুবন
আনন্দে কাটিয়ে দিই শখের জীবন।
হেসে খেলে কেটে যাবে শখের জীবন
খেলার শেষে আসুক শখের মরণ।
দুবনা, ২৭ নভেম্বর ২০২০
No comments:
Post a Comment