Wednesday, November 4, 2020

কাগুজে দিন

পঁচিশ বছর আগে এই দিন বৌকে বিয়ে করেছিলাম। অনেক উত্থান পতন এড়িয়ে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখনও চলছে আমাদের রিক্সা। দুজন মানুষ মানেই দুটো ভিন্ন সত্ত্বা। মতের মিল, অমিল আর গরমিলের ঝাঁকা মাথায় নিয়ে চলা। পরমতসহিষ্ণুতার প্রথম স্কুল এই সংসার। পরের মতকে গুরুত্ব দিয়ে দেখার, জোর নয় যুক্তি দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করার আর প্রয়োজনে ভিন্ন মত গ্রহণ করার বিনে পয়সার স্কুল। সময়ের সাথে সাথে বোঝাপড়া বাড়ে নাকি চামড়া মোটা হয় সেটা জানি না, তবে আসল কথা তো বিড়ালের রং নয়, বিড়াল ইঁদুর ধরছে কি না তাই।

দুবনা, ০৪ নভেম্বর ২০২০




































No comments:

Post a Comment