Wednesday, November 11, 2020

সংখ্যালঘু

চিম্বুক পাহাড়ের ম্রো জাতিকে উচ্ছেদ করে সেখানে নাকি পাঁচ তারা হোটেল তৈরি করা হবে। আজকাল ছোটোখাটো জাতি উপজাতিকে উচ্ছেদ করে উন্নয়নের হাঙ্গর আনা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ নাকি অভ্যাসের দাস। দিন দিন আমরাও এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি।

আচ্ছা কত লোক আছে এই ম্রো উপজাতিতে? আমার বিশ্বাস এদের সংখ্যা যত কমই হোক সেটা দেশের কোটিপতিদের চেয়ে কম হবে না। আমারা কবে বুঝব, এই উপজাতি, ব্লগার, নাস্তিক, খৃষ্টান, বৌদ্ধ, হিন্দু এরা নয়, আসল সংখ্যালঘু এসব কোটিপতি আর ধর্ম ব্যবসায়ীরা। এরা সাধারণ মানুষকে ধর্মের নামে উত্তেজিত করে নিজেদের স্বার্থ হাসিল করছে। আর রাজনৈতিক দলগুলোও ক্ষমতার লোভে এদের পালে হাওয়া দিচ্ছে। দুবনা, ১১ নভেম্বর ২০২০

No comments:

Post a Comment