Thursday, November 5, 2020

প্রশ্ন

ইদানিং ফ্রান্সের ঘটনাকে কেন্দ্র করে উত্তর বঙ্গে হাজার হাজার মানুষ এক লোককে হত্যা করে আগুনে পুড়িয়েছে। প্রায়ই ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে বাংলাদেশে একদল মানুষ সংখ্যালঘুদের বাড়িঘর পোড়ায়, নারীদের শ্লীলতাহানি করে। নারী ও শিশু ধর্ষণ চরম আকার ধারণ করেছে। বাংলাদেশের মানুষ সব সময়ই যথেষ্ট উত্তেজিত ভাবে মিটিং মিছিল করে, গাড়ি পোড়ায়, দোকানপাট ভাংচুর করে। যদিও আজকাল অনেক মিছিল হচ্ছে ধর্মীয় অনুভুতির লেবাসে, একটা প্রশ্ন মনে জাগতেই পারে - যারা এসব করছে তারা কি সবাই ধর্মীয় উগ্রবাদী, নাকি রাজনৈতিক ভাবে মিটিং মিছিল করতে না পেরে অনেকেই টুপি দাড়ির আড়ালে এসব মিছিলে অংশ নিয়ে মনের ভেতরে জমে থাকা ক্ষোভ প্রকাশ করছে। এমন কি হতে পারে যে সুস্থ্য ভাবে রাজনীতি করার সুযোগ পেলে এ ধরণের ঘটনা কমবে? হেফাজত তোষণ নীতির চেয়েও রাজনৈতিক ভাবে প্রতিবাদ করতে না দেওয়ার সরকারী কৌশলই কি মানুষকে উগ্র পন্থা গ্রহণ করতে বাধ্য করছে?


দুবনা, ০৬ নভেম্বর ২০২০

No comments:

Post a Comment