Friday, November 6, 2020

নির্বাচনী শিক্ষা

আমেরিকার এবারের ইলেকশন থেকে বাংলাদেশ কি কিছু শিখতে পারে?

শিখতে মানে? আমরা তো এখন শিক্ষক। কী শেখাতে পারে সেটা ভাব। আচ্ছা, আমেরিকাকে বাংলাদেশ কী শেখাতে পারে? ভোট কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, ভোটার লিস্টে ইচ্ছে মত যোগবিয়োগ, প্রতিদ্বন্দ্বীদের যাচ্ছে তাই গালগালাজ, ভোটের রেজাল্ট না মানা - এক কথায় গনতন্ত্রকে এক কাপড়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া। বুঝলাম, কিন্তু আমরা কি ওদের থেকে কিছুই শিখতে পারি না? শিখতে পারা বললে ভুল হবে। তবে আগে যেসব কাজ আমরা নিজেরা করেছি আর এবার সফল ভাবে তা মার্কিন মুল্লুকে রপ্তানি করেছি - এখন এসব আমেরিকাতেও হয় বলে তাকে জায়েজ করে নিতে পারি। আসলে এবারের নির্বাচন বিশ্বের দেশে দেশে সব ধরণের রাজনৈতিক দলকে গণতন্ত্রের গলা টিপে মারা সার্টিফিকেট দিয়ে দিল। তৃতীয় বিশ্বের দেশগুলো এর চেয়ে আর বেশি কীই বা আশা করছে পারে? এখন জানার বিষয় হল এতে করে আমরা প্রথম বিশ্বে উঠলাম না কি আমেরিকা তৃতীয় বিশ্বে নামলো?

দুবনা, ০৬ নভেম্বর ২০২০

No comments:

Post a Comment