সব সময় নিজেকে বলি বিশ্বাস করো না, সন্দেহ কর, অবিশ্বাস কর - আর এর মধ্য দিয়ে সত্যের সন্ধান কর। কিন্তু...
গুলিয়া দোকানে গেল। আমি মাংস বসিয়ে টিভি দেখতে বসলাম। মাংসকে চোখে চোখে রাখতে হবে না! সব অফ করে কম্পিউটারে বসতে যাব এর মধ্যে অমলের ফোন এল। গল্প করছি। মাংসের গন্ধ আসছে। ভাবছি গুলিয়া ফিরলেই খেতে বসব। গল্পের সাথে সাথে মাংসের গন্ধ প্রকট হচ্ছে। তবে ভাবনার কিছু নেই। চুল্লী অফ। নিজের হাতে অফ করেছি। সন্দেহের কোন কারণ নেই। কথা শেষ করে দাঁড়িয়েছি, দেখি চুল্লী জ্বলছে। লাল টকটকে বিপ্লবী মাংস শোকের কালো পোশাক পরেছে। বিশ্বাস আবার ঠকিয়েছে।
সময়ই এমন যে নিজেকেও বিশ্বাস করতে নেই।
দুবনা, ১১ নভেম্বর ২০২০
No comments:
Post a Comment