Thursday, November 12, 2020

হীনমন্যতা

দেশে যে জিনিসটা খুব চোখে পড়ে সেটা উচ্চপদস্থ মানুষদের সাথে কানেকশন খোঁজা। কোন ভাবে কোন সম্পর্ক, সেটা রক্তের হোক, আঞ্চলিক হোক - যাই হোক না কেন, যদি বের করা যায় অধিকাংশ মানুষ ভাবে সেটাই হবে তাদের মুস্কিল আসান। এখন একই ঘটনা ঘটছে কমলা হ্যারিসকে নিয়ে। তাঁর পূর্বপুরুষদের গ্রামে তো বটেই, এই উপমহাদেশের উত্তরসূরি বিধায় বাংলাদেশেও তাঁকে নিয়ে উৎসাহের সীমা নেই। একই ঘটনা ঘটে যখন আমাদের দেশের কেউ ইউরোপ বা আমেরিকার কোন নির্বাচনে জেতেন, কেউ কোন বড় পোস্ট পান। ব্যাপারটা এমন যেন সেসব দেশের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা - এসবের কোনই গুরুত্ব নেই, সব সাফল্যের মূলে তাঁদের বাংলাদেশে জন্ম নেওয়া। তাই যদি হয় তাহলে আমরা কেন নিজেদের আরব বা ইউরোপিয়ান পরিচয় দিতেই বেশি আগ্রহী। আমাদের ধারণা পশ্চিমা বিশ্ব থেকে (আরব বিশ্বও পশ্চিমে) স্বীকৃতি না পেলে আমরা কেন যেন পূর্ণাঙ্গ মানুষ হতে পারি না। বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তাঁর পিতার জন্মভূমি কেনিয়াতেও এ রকম দেখা গেছে। আচ্ছা জামাইকার মানুষও কি হ্যারিসকে নিয়ে একই রকম মাতামাতি করছে? হাজার হলেও তাঁর পিতার জন্ম তো সেখানেই!

দুবনা, ১২ নভেম্বর ২০২০

No comments:

Post a Comment