Tuesday, November 24, 2020

ভাদাইম্যা

আমাদের গ্রামে কিছু ছেলে ছিল, মনে হয় এখনও আছে, শুধু আমাদের নয় সব গ্রামেই, সব দেশেই, যারা পাড়াপড়শি ডাক দেওয়ার আগেই তাদের কাজে লেগে পড়ত কিন্তু বাবা মা কিছু করতে বললে সেটা করার সময় তাদের কখনই হাতে থাকত না। এরা নিজেদের মনে করত সমাজসেবী, দুষ্ট লোকে তাদের বলত ভাদাইম্যা। 


অনেক দেশের সরকারকে দেখি অন্য দেশ বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করতে এক পায়ে দাঁড়ানো, কিন্তু দেশের মানুষ যখন সাহায্যের জন্য ডাকে তখন তাদের মুখে রা নেই। 

দুবনা, ২৪ নভেম্বর ২০২০ 





No comments:

Post a Comment